শরদিন্দু জীবন

শরদিন্দু জীবন

তুমি হতে পারো শুভ্র শারদ মেঘ;
আমি হবো নীলান্ত পাহাড়;
আমাতে ঝরাতে পারো মৌন আবেগ,
বালুচুড়ি স্মৃতির বাহার।

তুমি হতে পারো শান্ত নদীধার;
আমি হবো দূর কাশবন;
আমাতে ছড়াতে পারো স্বপ্ন-উপচার,
জলাঙ্গীর দুইধারী ক্লান্ত জীবন।

তুমি হতে পারো শাপলা ফোটা বিল;
আমি হবো রূপোলী ফড়িং;
রোদ্দুরে খেলা করে প্রিয়তম তিল;
সুতো কাটা ঘুড়ি ওড়ে ইচ্ছেস্বাধীন।

তুমি হতে পারো জনান্তিকে একা;
আমি হবো অভিমানী দাগ;
সহসাই একদিন পথে হোক দেখা,
প্রাণ পাক চেনা অনুরাগ।

তুমি হতে পারো শরদিন্দু-বেলা;
আমি হবো নিদাঘ-কাহন;
বুকে যা’র একবিন্দু বিরহের ভেলা,
কোন্ ভুলে হয়েছে সে দুঃখ-বাহন!

কাব্যস্বত্ব : নীল হালদার বকুল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *